Khalashpir Coal Mine
From Underfoot
Q64343712
খালাসপীর কয়লা ক্ষেত্র বাংলাদেশের রংপুর জেলার খালাসপীর নামক স্থানে অবস্থিত একটি কয়লা ক্ষেত্র। ১৯৮৯ সালে এটি আবিষ্কৃত হয়।কয়লা ক্ষেত্রটির বিস্তৃতি ১২.৫৬ বর্গকিলোমিটার। এখানে কয়লার স্তরের গভীরতা ২৫৭ থেকে ৪৮৩ মিটার এবং মজুদ কয়লার পরিমাণ ৬৮৫ মিলিয়ন মেট্রিক টন।